.
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে ঝুকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনে ১৮ হাজার টাকা জরিমানা আদায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির অংশ হিসাবে গতকাল সোমবার দুপুর ১২টায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের আহবায়ক মাসউদ রানা,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদিশ চন্দ্র মহন্ত,জেলা পুলিশ ফোর্স ও স্থানীয় গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। অভিযানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় মুড়িহাটি এলাকার
পাইকাড়ী তেল ব্যবসায়ী যমুনা এন্টার প্রাইজের সত্বাধিকারী নরেশ চন্দ্রকে ৫ হাজার টাকা, জিলেপি হাটি এলাকার মিষ্টি ও জিলেপি বিক্রেতা মোস্তাফিজারকে ৪৩ ধারায় ৫হাজার টাকা, খোলাবাজারের সেমাইয়ের দোকানদার তরুনী লালকে ৩৭ধারা ৩হাজার টাকা,ডুঙ্গীর খাবারের হোটেলে মালিক উজ্জ্বলকে ৪৩ধারায় ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওজনে করচুপি,অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য প্রস্তুত ও বিপননকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপস্থিত ভোক্তারা বলেন, ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এমন অভিযান অব্যহত রাখতে হবে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: